দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭২৬ টাকা— যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ।
সোমবার (৬ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হবে নতুন দাম।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে এ সমন্বয় আনা হয়েছে। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় চাহিদা ও আমদানি ব্যয় বিবেচনা করেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
এই নিয়ে চলতি বছরের মধ্যে একাধিকবার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস, যা বাজারে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
একুশে সংবাদ/এ.জে