AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে আশুলিয়াযর পোশাক কারখানার আগুন


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৭:১৪ পিএম, ৬ অক্টোবর, ২০২৫

চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে আশুলিয়াযর পোশাক কারখানার আগুন

ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়ায় অবস্থিত আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় চার ঘণ্টা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এর আগে, ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আর বিকেল ৪টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন হয়।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানার দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুলিয়া শিল্প এলাকার বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পলমল গ্রুপের আয়েশা ক্লথিং লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সংবাদ পায়ে ১২ টা ১৯ মিনিটে। ১২ টা ৩৮ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. সবুজ ইসলাম বলেন, “দুপুর ১২টার পরে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের খবর আসে। পরে জিরাবো ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজে যায়। দুপুর ২টা ১৫ এর দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিকেলের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

ফায়ার সার্ভিস জোন-৪ এর উপ-পরিচালক আলাউদ্দিন বলেন, “শুধু দোতলায় আগুন লাগে। ১২টা ১০র দিকে পলমল গ্রুপের কারখানায় আগুনের খবর পাই। ইপিজেডের তিনটি প্রথমে ও পরে মডার্ন ও সাভার ফায়ার সার্ভিসের তিনটি করে মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের সূত্রপাতের কারণও জানা যায়নি। ৪টা ২৭ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ হয়। আর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সড়কের সমস্যার কারণে আসতে কিছুটা সমস্যা হয়েছিল।”

এদিকে ওই কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণ নিরলসভাবে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!