পাবনার ভাঙ্গুড়ায় যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টারপাড়ার গেয়ারভী দরবার শরীফে সুলতানুল আউলিয়া গাউসুল আজম বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (র.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ ‘এগারো’। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের এগারোর ফাতেহা শরিফকে বোঝানো হয়। এই পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম শরিফ সুলতানুল আউলিয়া পীরানে পীর গাউসুল আজম দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী (র.)-এর স্মরণে পালন করা হয়।
ভাঙ্গুড়া গেয়ারভী দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর সাহেব বাবা ইসমাইল আল-কাদেরী বলেন, “সুলতানুল আউলিয়া গাউসুল আজম বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (র.)-এর ওফাত দিবস বিশ্বের মুসলমানদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ ও গেয়ারভী শরিফ নামেও পরিচিত।”
পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক আসেকান জাকেরান আলোচনা সভায় অংশ নেন। পরে তাদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে