AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু



রাজবাড়ীতে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস প্রশিক্ষণ এবং ১৪তম গ্রেডে পদোন্নতি সংক্রান্ত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজবাড়ীতে স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন।

শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টায় রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে কর্মবিরতি শুরু হয়। কর্মসূচি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং স্বাস্থ্য সহকারীরা জানিয়েছেন, প্রতি দিন একই সময় এই কর্মবিরতি চলবে।

কর্মবিরতির অংশ হিসেবে তারা ইপিআই কার্যক্রম এবং আসন্ন টিসিভি (টাইফয়েড) টিকাদান ক্যাম্পসহ সব স্বাস্থ্য কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।

কর্মবিরতিতে নেতৃত্ব দেন রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সবুজ শাহীন এবং সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম। স্বাস্থ্য সহকারী নেতারা জানান, “দীর্ঘদিন ধরে আমাদের ন্যায্য দাবি আদায়ের চেষ্টা চালাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!