চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় টানেলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন ফয়সাল (৪৫), শাহজাদী (২১), ফরুক (৫০), রানি আক্তার (৩১) ও মুন্তাসির (১২)।
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, “টানেলের ভেতরে সড়ক দুর্ঘটনায় দুপুর দুইটার দিকে পাঁচজন আহত অবস্থায় আনা হয়। এর মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।”
বর্তমানে টানেলের ভেতরে স্বাভাবিক যান চলাচল চালু রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

