AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৩:৪৯ পিএম, ৪ অক্টোবর, ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর আগে সকাল ১১টার দিকে তারা মহাসড়কের পাশে মানববন্ধন এবং পরে প্রায় পৌনে ১২টার দিকে সড়কে বসে অবরোধ শুরু করেন। এতে শতাধিক কর্মকর্তা অংশ নেন, ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

চাকরিচ্যুত কর্মকর্তারা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও চার থেকে পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করে নিষ্ক্রিয় রাখা হয়েছে, যার ফলে তারা পরিবারসহ চরম অনিশ্চয়তায় ভুগছেন।

গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তারা রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দেন। তবে শনিবার থেকেই মানববন্ধন ও অবরোধের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শুরু হয়।

অধিকার প্রতিষ্ঠার দাবিতে তারা ছয় দফা দাবি তুলে ধরেন—
১. অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মকর্তাদের স্বপদে পুনর্বহাল,
২. প্রহসনমূলক পরীক্ষার কারণে দেওয়া শাস্তিমূলক বদলি বন্ধ,
৩. বৈষম্যহীন ও রাজনীতিমুক্ত কর্মপরিবেশ সৃষ্টি,
৪. শর্তযুক্ত অ্যাসেসমেন্ট টেস্ট বাতিল,
৫. চট্টগ্রামে কর্মকর্তাদের ওপর নির্যাতনের তদন্ত ও দোষীদের শাস্তি,
৬. পরীক্ষাবর্জনকারীদের বিরুদ্ধে করা জিডি ও সাইবার মামলার প্রত্যাহার।

অবরোধ প্রত্যাহারের সময় আন্দোলনকারীরা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!