নেত্রকোনার কেন্দুয়ায় বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতির অন্যতম অধ্যায় “ভাট কবিতা” বিষয়ক এক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে কেন্দুয়ার সাহিত্য অঙ্গনের সংগঠন চর্চা সাহিত্য আড্ডা।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আসরে মধ্যমণি ছিলেন দেশবরেণ্য লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভাট কবিতার লেখক নুরুল ইসলাম, নাট্যকার ও লোকসাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, এবং কবি ও লোকসাহিত্য গবেষক আবুল বাসার তালুকদার।
চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা গীতিকবি মীর্জা রফিকুল হাসান এর সভাপতিত্বে এবং সমন্বয়কারী রহমান জীবন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দ্রীয় ও স্থানীয় সাংবাদিক, কবি, শিক্ষক ও সাহিত্যিকরা।
ভাট কবিতার লেখক নুরুল ইসলাম বলেন, ভাট কবিতা ছিল গ্রামীণ লোককবিতা, যা হাট-বাজারে গ্রাম্য কবিরা রচনা ও পরিবেশন করতেন। এতে রাজা বা সমাজপতিদের স্তুতি ছাড়াও যুদ্ধ, দুর্ভিক্ষ, বন্যা, সামাজিক অপরাধ, প্রেম-বিরহ ইত্যাদি স্থানীয় ঘটনা ফুটে উঠত। নাট্যকার রাখাল বিশ্বাস যোগ করেন, “আজকের তথ্য প্রযুক্তির যুগে কবিতা বই ও সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ হলেও একসময় হাট-বাজারে কবিরা সরাসরি পাঠ করে সাধারণ মানুষের হৃদয় জাগ্রত করতেন।”
অনুষ্ঠানে হাটে ও বাজারে কবিতা পাঠ করে সবাইকে মুগ্ধ করেন প্রয়াত কবি ফজলু মিয়ার শিষ্য লিটন মিয়া। এ সময় চর্চা সাহিত্য আড্ডার সদস্য, সাংবাদিক, লেখক, কবি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা বলেন, ভাট কবিতা সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিলুপ্ত হওয়ার আগেই নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য তুলে ধরার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
একুশে সংবাদ/এ.জে