গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পুত্র সন্তান না হওয়ায় মাত্র ১০ দিন বয়সী কন্যা সন্তানকে তার মা রিয়া বিশ্বাস বর্ণি বাওড়ের পানিতে ফেলে হত্যার চেষ্টা করেন। একই সঙ্গে রিয়া বিশ্বাস নিজেও আত্মহত্যার চেষ্টা করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তরপাড়ার হরিচাঁদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাস ১০ দিন আগে কন্যা সন্তান জন্ম দেন। পুত্র সন্তানের অভাবে অস্বাভাবিক আচরণ শুরু করার পর বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি বাড়ির লোকজনের অগোচরে শিশুটিকে বাওড়ে ফেলে দেন। পরে তিনি নিজেও পানিতে ঝাঁপ দেন।
পানি থেকে রিয়া বিশ্বাসকে স্থানীয়রা নৌকা দিয়ে উদ্ধার করেন। তিনি স্বীকার করেন, শিশুকে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, রিয়া বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। তবে মা শিশুটিকে হত্যা করার অভিযোগটি আপাতত অস্বীকার করেছেন। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
একুশে সংবাদ/এ.জে