AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লাউয়াছড়া জাতীয় উদ্যানে হঠাৎ গাড়ি পার্কিং নিষেধাজ্ঞা, বিপাকে পর্যটক ও চালকরা


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৯:৩৬ পিএম, ৩ অক্টোবর, ২০২৫

লাউয়াছড়া জাতীয় উদ্যানে হঠাৎ গাড়ি পার্কিং নিষেধাজ্ঞা, বিপাকে পর্যটক ও চালকরা

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে হঠাৎ করেই গাড়ি পার্কিং নিষিদ্ধ করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। জাতীয় উদ্যান এলাকায় যানবাহন পার্কিংয়ে এমন আকস্মিক নিষেধাজ্ঞার ফলে বিপাকে পড়েছেন পর্যটক ও চালকরা।

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত পার্কিং ব্যবস্থা না থাকলে সড়কে দুর্ঘটনার আশঙ্কা বাড়বে। তাই তারা কর্তৃপক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

স্থানীয়রা জানান, পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণ দেখিয়ে সম্প্রতি কোনো পূর্বঘোষণা ছাড়াই লাউয়াছড়ার প্রবেশদ্বারের কাছাকাছি পার্কিং সুবিধা বাতিল করা হয়। ফলে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের গাড়ি এখন কমলগঞ্জ–শ্রীমঙ্গল সড়কের দুই পাশে পার্ক করতে হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

উদ্যানে ঘুরতে আসা পর্যটকরা জানান, টিকিট কেটে ভেতরে প্রবেশের পর গাড়ি পার্কিংয়ের সুযোগ না পেয়ে তারা বিপাকে পড়ছেন। কেউ কেউ গাড়ি পার্কিং সুবিধা না থাকায় ফিরে যাচ্ছেন।

স্থানীয় পরিবেশবাদী সাজু মার্চিয়াং ও আহাদ মিয়া বলেন, “পর্যটকদের ভেতরে ঢুকতে দেওয়া হবে, কিন্তু তাদের গাড়ি পার্ক করতে দেওয়া হবে না—এটা অযৌক্তিক। পরিবেশ রক্ষার সঙ্গে পর্যটকদের সুবিধার সমন্বয় জরুরি।”

এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা (এসিএফ) জামিল মোহাম্মদ খান বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাউয়াছড়া উদ্যানে গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পর্যটকদের ভোগান্তি যেন না হয়, সে জন্য আবার আলোচনা চলছে।”

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর জানান, “বিষয়টি শুনেছি। বন বিভাগের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!