মোংলা পৌরসভার বাণিজ্যিক এলাকার কেন্দ্রস্থলে জামিয়া কর্পোরেশন গ্রুপের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর ) সকাল ১১টায় নবনির্মিত অফিসে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোংলা শাখার ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাবুল হাওলাদার, আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদ মোংলা উপজেলার সংগ্রামী সভাপতি মোঃ শাহআলম শেখ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুর উদ্দিন টুটুল,বিএনপি নেতা সঞ্জয় মজুমদার, মোল্লা মোহাম্মদ শুকুর মাহমুদসহ গ্রুপের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এছাড়া মোংলা বন্দর ও ইপিজেড প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দও অনুষ্ঠানে যোগ দেন।
কর্মকর্তারা জানান, দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও অধিকতর ভূমিকা রাখার লক্ষ্যে জামিয়া কর্পোরেশনের কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। বর্তমানে গ্রুপটির বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে প্রায় শতাধিক মানুষ কর্মরত আছেন।
এসময় মোংলা শাখার ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাবুল হাওলাদার বলেন, “নতুন অফিস শাখার মাধ্যমে আমরা এলাকায় বিনিয়োগ করে হতদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব।”
তিনি আরও বলেন,মোংলার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে জামিয়া কর্পোরেশন গ্রুপ একটি গুরুত্বপূর্ণ শিল্প-প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে