কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মো. মুকতু মিয়া (৬০) নামে এক কৃষককে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মুকতু মিয়া উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে।
অভিযোগ রয়েছে, নিহতের ভাতিজির স্বামী সোহেল মিয়া (৩৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তিনি পাশের ভরা গ্রামের বাসিন্দা হলেও বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুকতু মিয়া ও তাঁর ছোট ভাই মফিজ মিয়ার মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। শুক্রবার সকালে এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় পাশেই কোদাল দিয়ে কাজ করছিলেন মফিজ মিয়ার জামাতা সোহেল মিয়া। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি হাতে থাকা কোদাল দিয়ে মুকতু মিয়ার মাথা ও শরীরে একাধিক কোপ দেন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুকতু মিয়া।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুকতু মিয়াকে মৃত ঘোষণা করেন।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।”
একুশে সংবাদ/এ.জে