AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৯:৫৭ পিএম, ৩ অক্টোবর, ২০২৫

কমলগঞ্জে জামায়াতে ইসলামী’র নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমলগঞ্জে জামায়াতে ইসলামী’র উদ্যোগে দায়িত্বশীল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের জন্য নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বাদ জুম্মা কমলগঞ্জ দাখিল মাদ্রাসার হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

জামায়াত কমলগঞ্জ উপজেলার আমীর অধ্যক্ষ মাসুক মিয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রতিটি দায়িত্বশীলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মো. আব্দুর রব। তিনি বলেন, “গণমানুষের আস্থা অর্জনের মাধ্যমে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।”

এ ছাড়াও কর্মশালায় মৌলভীবাজার জেলা সভাপতি ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা সেক্রেটারি ইয়ামির আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. শাহ আলাউদ্দিন, উপজেলা নায়বে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, কমলগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি মনসুর আলী সহ সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী কর্মশালার কার্যক্রম শেষ হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!