নেত্রকোনার কেন্দুয়ায় নারিকেল পাড়তে গিয়ে সিফাত (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত ওই গ্রামের শহিদুল্লাহ মিয়ার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, সিফাত কিশোরগঞ্জের একটি মাদ্রাসায় পড়াশোনা করত এবং ইতোমধ্যে পবিত্র আল কোরআনের ২১ পারা মুখস্থ করেছিল। পূজার ছুটিতে বাড়িতে এসেছিল সে।
সকাল ৮টার দিকে সিফাত নারিকেল পাড়তে গাছে ওঠে। গাছের ডগা কাটতে গেলে সেটি বিদ্যুতের তারে হেলে পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে স্থানীয়রা তার মরদেহ গাছ থেকে নামায়। বিদ্যুতায়িত হয়ে তার শরীরের অর্ধেক অংশ পুড়ে গেছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সরাপাড়া গ্রামের সিফাত নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
একুশে সংবাদ/এ.জে