ফিলিস্তিনের গাজায় ত্রাণ বহরে হামলা ও ত্রাণকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে জয়পুরহাটের কালাই উপজেলায় শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠন কালাই আন নাজাত ফাউন্ডেশন আয়োজন করে এই কর্মসূচি। মানববন্ধনে অংশ নেন বিভিন্ন মসজিদের মুসল্লি, শিক্ষক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
কালাই আহলে হাদিস জামে মসজিদের খতিব মাওলানা সেলিম রেজা বলেন, গাজার শিশু, নারী ও পুরুষদের উপর যে বর্বরতা চালানো হচ্ছে, তা মানবতা ও আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ। ত্রাণ বহরে হামলা ও কর্মীদের গ্রেফতারের ঘটনাকে তিনি নিন্দাজনক আখ্যায়িত করেন।
অন্যান্য বক্তারা বলেন, ফিলিস্তিনের মানুষের উপর এ হামলা শুধু মুসলিম ইস্যু নয়, এটি মানবতার ইস্যু। বাংলাদেশ সরকারসহ আন্তর্জাতিক সমাজকে এই অন্যায়ের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিলটি কালাই আহলে হাদিস জামে মসজিদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে মানববন্ধনে রূপ নেয়। এতে তরুণ-শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। প্ল্যাকার্ডে লেখা ছিল “গাজায় গণহত্যা বন্ধ কর”, “ত্রাণ বহরে হামলা কেন?”, “ফিলিস্তিনের পাশে দাঁড়াও”।
মানববন্ধন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আন্তর্জাতিক সমাজের কাছে গাজার শিশু ও জনগণের প্রতি মানবিক সহমর্মিতা প্রকাশের বার্তা পৌঁছায়।
একুশে সংবাদ/এ.জে