“সবার আগে বাংলাদেশ। এই দেশ সবার। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান—সব সম্প্রদায়ের মানুষ যাঁর যাঁর ধর্ম স্বাধীনভাবে পালন করবেন, এটাই সবার প্রত্যাশা।”
এ কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার উদ্ধৃতি দিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “এই বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই বাংলাদেশি।”
তারেক রহমানের সেই ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে এ বছর কেন্দুয়া উপজেলার ৪২টি পূজামণ্ডপের বেশিরভাগে উপস্থিত ছিলেন ড. হিলালী। কোথাও তিনি সরাসরি গিয়েছেন, কোথাও প্রতিনিধি পাঠিয়েছেন। কয়েকটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থাও করেন। পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সাহস জুগিয়েছেন তিনি।
ফলে কেন্দুয়া উপজেলায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হওয়ায় ড. রফিকুল ইসলাম হিলালী জেলা ও উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, আনসার, সহদলীয় নেতাকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সবার সুন্দর ও শান্তিপূর্ণ জীবনের কামনা করেন তিনি।
একুশে সংবাদ/এ.জে