AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে ড্রাম ট্রাক–সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০২:২২ পিএম, ৩ অক্টোবর, ২০২৫

কালীগঞ্জে ড্রাম ট্রাক–সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

গাজীপুরের কালীগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে শহীদ ময়েজউদ্দিন সেতুর পশ্চিম পাশে বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদীগামী একটি সিএনজি দেওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকটি ডানে মোড় নিতে গিয়ে সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

নিহতরা হলেন—ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আবু তালেব (২৭) এবং নরসিংদীর মনোহরদী উপজেলার মো. আলী উল্লাহ (৪০)। এ ঘটনায় আহত সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০), তাঁর স্ত্রী ছালমা বেগম (৩৫) ও তাঁদের চার বছরের ছেলে তামিমকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে গাজীপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশু তামিম মারা যায়।

আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

কালীগঞ্জ থানার এসআই মো. রাসেল বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। একটি লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ড্রাম ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!