ভোলার বোরহানউদ্দিনে উপজেলা জামায়াতের সাবেক রুকন ও পৌর জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ ছালেছ (রহি.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির আব্দুর রহিম, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির এবিএম সিরাজুল ইসলাম ও উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল হাই।
এছাড়াও উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও টবগী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হালিম, দেউলা ইউনিয়নের আমির মাওলানা মুস্তাফিজুর রহমান, সাচড়া ইউনিয়নের আমির মাওলানা মিজানুর রহমান, বড়মানিকা ইউনিয়নের সভাপতি মাওলানা আবুল কাশেম, কুতবা ইউনিয়নের আমির মাওলানা নূরুল কারীমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ফখরুল আলম এবং সঞ্চালনা করেন পৌর জামায়াতের সেক্রেটারি মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করেন মাসিক ডাক টিকেট পত্রিকার প্রধান সম্পাদক ও মরহুমের পুত্র মুন্সী বোরহান মাহমুদ। দোয়া মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা মুহাম্মদ ছালেছ (রহি.) ইন্তেকাল করেন।
একুশে সংবাদ/এ.জে