কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য, আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ কেশবপুর প্রেসক্লাবে একটি আধুনিক ডিজিটাল সাউন্ড সিস্টেম প্রদান করেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি প্রেসক্লাবের নেতৃবৃন্দের কাছে সাউন্ড সিস্টেমটি হস্তান্তর করেন।
গত ২১ সেপ্টেম্বর কেশবপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি প্রেসক্লাবের জন্য একটি সাউন্ড সিস্টেম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। শারদীয় দুর্গোৎসবের সব পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রতিশ্রুতিটি বাস্তবায়ন করেন তিনি।
এ উপলক্ষে কেশবপুর প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী। প্রধান অতিথির বক্তব্যে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন,
“ভবিষ্যতেও কেশবপুর প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে। সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের পাশে থাকতে চাই সবসময়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সহসভাপতি প্রভাষক ফারুক আজম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামছুল আলম বুলবুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, যুবদল নেতা মেহেদী হাসান শিপন, কলেজ ছাত্রদলের সভাপতি রাহাদুল ইসলাম সুজন, সদস্য সচিব ফরহাদ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি মোল্লা আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান ও গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ।
প্রতিশ্রুতি অনুযায়ী সাউন্ড সিস্টেম প্রদান করায় প্রেসক্লাবের পক্ষ থেকে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে ধন্যবাদ জানানো হয়।
একুশে সংবাদ/এ.জে