নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বিএনপি নেতা ও নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান (মিন্টু) নিহত হয়েছেন। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার নজিপুর নতুনহাট-গগনপুর আঞ্চলিক সড়কের রামজীবনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান নিজের বাসা নজিপুর হতে মোটরসাইকেল আরোহী হিসেবে গগনপুর বাজারে যাওয়ার পথে খড়ি বোঝাই একটি ভটভুটির ধাক্কায় পিষ্ট হন। তার বাড়ি নজিপুর পৌর শহরের নজিপুর বাসস্ট্যান্ডে ধামইরহাট রোড সংলগ্ন কাঁচা বাজার পশ্চিম পাশে।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতমের সৃষ্টি হয়। বিএনপির নেতা সামসুজ্জোহা খান এবং খাজা নাজিবুল্লাহ চৌধুরী শোকবার্তা প্রদান করেছেন।
পত্নীতলা থানার ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/এ.জে