AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তারেক রহমানের পক্ষ থেকে মোংলায় বিভিন্ন দুর্গা মন্দিরে আর্থিক সহযোগিতা প্রদান



তারেক রহমানের পক্ষ থেকে মোংলায় বিভিন্ন দুর্গা মন্দিরে আর্থিক সহযোগিতা প্রদান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাগেরহাট জেলা শাখার আসন্ন দ্বিবার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক সেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন বলেছেন, “বিগত বছরগুলোতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্র হরণ করেছে এবং নাগরিক অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষায় অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি সবসময় দেশের মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে। স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে জনকল্যাণে কাজ করে গেছেন।”

বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মোংলা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় উপহার হিসেবে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন আরও বলেন, “বিত্তবানদের সম্পদে দুস্থদের অধিকার রয়েছে। সমাজের ধনী শ্রেণি এগিয়ে এলে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করা সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য যে ৩১ দফা নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়ন করতে পারলে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।”

তিনি জানান, তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা করা হচ্ছে। একইসঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া চান এবং দেশের স্বার্থে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

মোংলা উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া সার্বজনীন দুর্গামন্দিরের সভাপতি মিহির ভাণ্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!