AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৩টি স্বর্ণের বারসহ নারী আটক



চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ৩টি স্বর্ণের বারসহ নারী আটক

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ৩টি স্বর্ণের বারসহ আসমা খাতুন নামের এক নারী চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি সদস্যরা।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কামারপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসমা খাতুন কামারপাড়া গ্রামের ওয়াসিমের স্ত্রী।

বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে দামুড়হুদা দিয়ে চোরাকারবারীরা স্বর্ণের একটি চালান পাচার করবে।

এই তথ্যের ভিত্তিতে বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বারাদী বিওপির একটি বিশেষ টহল দল দুপুর ১২টার দিকে সীমান্ত পিলার ৮০/১০-আর হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়ায় অবস্থান নেয়।

দুপুর সাড়ে ১২টার দিকে কামারপাড়া রাস্তা থেকে মোছাঃ আসমা খাতুনকে তিন পিস স্বর্ণের বারসহ আটক করা হয়। স্বর্ণের বারগুলোর ওজন ৩৫৪ গ্রাম, যার বাজারমূল্য ৫৮ লক্ষ ৫৮ হাজার ৭৫৬ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় নায়েব সুবেদার মোহাম্মদ এনামুল হক বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!