কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব মাওলানা মো. মুজীবুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্র পরিচালনায় গুরুতর অনিয়ম ও নিয়ম ভঙ্গের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, কেন্দ্র সচিব মাওলানা মুজীবুর রহমান দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। জেলা প্রশাসকের প্রতিবেদনে বলা হয়েছে, তার তত্ত্বাবধানে পরীক্ষাকেন্দ্রের পরিবেশ নিয়মবহির্ভূত হয়ে পড়েছিল এবং পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হয়নি। বোর্ডের মূল্যায়নে এসব অভিযোগের ভিত্তিতেই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার কেন্দ্র নিকটবর্তী অন্য একটি মাদ্রাসায় স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কেন্দ্রের নাম দ্রুতই ঘোষণা করা হবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।
মাওলানা মুজীবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। এ বিষয়ে তার কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত পত্র তিনি পেয়েছেন এবং বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় অভিভাবক ও পরীক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, বোর্ডের এ পদক্ষেপের ফলে পরীক্ষার পরিবেশ আরও সুষ্ঠু ও নকলমুক্ত থাকবে।
একুশে সংবাদ/এ.জে