ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা বলেছেন, দুর্গাপুজার পর সাধারণ মানুষের অভিযোগগুলো দ্রুত সমাধানের জন্য উপজেলা পর্যায়ে গণশুনানির আয়োজন করা হবে।
সোমবার সন্ধ্যায় কেউটগাঁও শ্রী শ্রী দুর্গামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। তিনি জানান, জেলায় ৪৭৫টি পূজামণ্ডপে উৎসব উদযাপন অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মন্ডপগুলির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ কাজ করছে, সীমান্তবর্তী এলাকায় বিজিবি সার্বক্ষণিক নজরদারি করছে এবং সেনাবাহিনীও টহল দিচ্ছে।
এ সময় জেলা প্রশাসক স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন। উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এবং স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে