AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন: সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা



রাজবাড়ীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন: সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় রাজবাড়ীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের জন্য এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য। কর্মশালার সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম।

ডা. অচিন্ত কুমার কীর্ত্তনিয়া টাইফয়েড টিকাদান কর্মসূচির লক্ষ্য, সময়সূচি ও জনসচেতনতা বৃদ্ধির প্রক্রিয়া তুলে ধরেন। সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব। সাংবাদিকরা জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

জেলা প্রশাসক সুলতানা আক্তার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “শিশু ও কিশোরদের স্বাস্থ্য, নারী উন্নয়ন ও সামাজিক সচেতনতায় গণমাধ্যমের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে সমাজকে উন্নয়নের পথে এগিয়ে নিতে পারেন।”

এই কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কার্যক্রমটি বাস্তবায়নে সহযোগিতা করেছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI), স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, Gavi, PATH, UNICEF ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!