মুকসুদপুরে পায় হাঁটা রাস্তা নিয়ে দুই পরিবারের দ্বন্দ্ব নিয়ে উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে। অভিযোগ, বিএনপি নেতার হুকুমে ঘর ভাঙার চেষ্টা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে মুকসুদপুর উপজেলার বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি`র সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু।
তারা বলেন, উপজেলার প্রভাকরদী গ্রামে মোশারেফ শেখ ও মোনায়েম খানের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ২৭ সেপ্টেম্বর বিষয়টি মীমাংসার জন্য শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। তবে মোশারেফ শেখ ২৬ সেপ্টেম্বর একটি গণমাধ্যমে অভিযোগ করেন যে উপজেলা বিএনপির নেতাদের হুকুমে তার পাঁচটি ঘর ভাঙচুর করা হয়েছে এবং চাঁদা দাবি করা হয়েছে। তবে এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের দাবি, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মোশারেফকে এমন বক্তব্য দিতে প্ররোচিত করা হয়েছে।
উপজেলা বিএনপি নেতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ জানান, সরেজমিনে গিয়ে সত্যতা যাচাই করলে আইনের শাস্তি গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
মোশারেফ শেখের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী মর্জিনা বেগম জানান, ঘর ভাঙেনি, তবে প্রতিপক্ষ মোনায়েম খান বিএনপির লোকজন নিয়ে ঘর ভাঙার হুমকি দিয়েছিল। তবে জমি সংক্রান্ত বিরোধ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে মীমাংসা করা হয়েছে, এবং সেখানে কিছু অর্থ খরচ হয়েছে।
অন্যদিকে মোনায়েম খান বলেন, “আমি মোশারেফের ঘর ভাঙার কোনো হুমকি দিইনি। তার বাড়ির পাশ দিয়ে আমাদের পাড়ার চল্লিশটি পরিবার চলাচল করে। সবাই যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য কিছু জায়গা ছাড়ার অনুরোধ করেছি। মোশারেফের অভিযোগ উদ্দেশ্যমূলক, মিথ্যা ও ভিত্তিহীন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার সহ স্থানীয় নেতা-কর্মীরা।
একুশে সংবাদ/এ.জে