AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নলডাঙ্গায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবুল বাশার আর নেই



নলডাঙ্গায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আবুল বাশার আর নেই

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সর্বজন শ্রদ্ধেয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, নলডাঙ্গা পশ্চিম খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল বাশার আর নেই।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা ধরনের দুরারোগ্য সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় তার গ্রামের বাড়ি সুন্দুরগঞ্জ উপজেলার কিশামত হলদিয়া উচ্চ বিদ্যালয়ে। দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় তার দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত কর্মস্থল, খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে। এরপরে মরদেহ নলডাঙ্গা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, নলডাঙ্গা বাজারস্থ দশলিয়া গ্রামের মরহুম সাহাব উদ্দিন প্রামাণিকের ছেলে আবুল বাশার নলডাঙ্গা পশ্চিম খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি বহু সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং একজন উত্তমগুণের অধিকারী হিসেবে সম্মানিত ছিলেন।

১৯৯০ সালে অক্লান্ত পরিশ্রমে তিনি প্রতিষ্ঠিত বিদ্যালয়টি সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন পরিচালনা করেছেন। তার দিকনির্দেশনা ও পরামর্শে শিক্ষক ও কর্মচারীদের সমন্বয়ে স্বল্প সময়ে প্রতিষ্ঠানটির ব্যাপক সুনাম ও খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে।

শিক্ষা ব্যবস্থায় বিশেষ অবদানের জন্য তিনি সাদুল্লাপুর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তার নিরলস প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকার কারণে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছর জেএএসসি ও এসএসসি পরীক্ষায় অভাবনীয় ফলাফল অর্জন করে এবং বিদ্যালয়টি উপজেলায় সেরা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!