AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জন সচেতনতা সভা অনুষ্ঠিত



উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জন সচেতনতা সভা অনুষ্ঠিত

বরিশালের উজিরপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে জন সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা অনুষ্ঠিত হয় ২৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ টায় পৌরসভার সিকদার পাড়া খেয়াঘাটে।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, মেরিন ফিসারিজ কর্মকর্তা মাহাবুব আলম, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকুনুজ্জামান টুলু, সহ সভাপতি মোঃ মামুন সিকদার, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, এবং ৭ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আবু বকর হাওলাদার।

এ সময় স্থানীয় জেলে ও মৎস্য শিকারীসহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশসহ সকল প্রকার মা মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। এ ব্যাপারে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!