বরিশালের উজিরপুর উপজেলায় অজ্ঞাত একটি ট্রাকের চাপায় মানসিক প্রতিবন্ধী জাকির ভূইয়া (৫৮) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের সাজু পেট্রোল পাম্প এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুল ইসলাম জানান, ভোর পৌনে পাঁচটার দিকে জাকির মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত খবর দিলে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবে।
একুশে সংবাদ/এ.জে