AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ও বিদেশি মদসহ ৬ মাদককারবারি আটক


Ekushey Sangbad
আবু হেলাল, ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি
০৩:৩৭ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল ও বিদেশি মদসহ ৬ মাদককারবারি আটক

শেরপুরে পৃথক অভিযানে র‌্যাব-১৪ ফেন্সিডিল ও বিদেশী মদসহ ছয় মাদককারবারিকে আটক করেছে। অভিযানের সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৩৬ বোতল বিদেশী মদ, মোবাইল ফোন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮:০৫ মিনিটে শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড খোয়ারপাড় সংলগ্ন মিনহা স্টোরের সামনে চেকপোস্ট স্থাপন করে বকশীগঞ্জ থেকে আসা যাত্রীবাহী সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মো. সোহেল রানা (৩৫), মোছা সুমি আক্তার (২৮) ও মোছা বৃষ্টি আক্তার (২৮) আটক হন। তাদের হেফাজত থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৪টি মোবাইল ফোন এবং নগদ ১৯,৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

অপরদিকে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫:৩০টায় শেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড গৌরিপুর এলাকায় তাহফিজুল কুরআন মাদ্রাসার সামনে আরেকটি অভিযান চালিয়ে মো. রেজাউল মিয়া (৪০), মো. জহির মিয়া (৩২) ও মো. মামুন শেখ (৩৫) আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!