AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ১০


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:১১ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ১০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ এক বোমা হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। কোয়েটায় এফসি (ফ্রন্টিয়ার কর্পস) সদর দপ্তরের নিকটবর্তী এলাকায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এ বিস্ফোরণ ঘটে। এতে আরও ৩২ জন আহত হন বলে স্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে।

বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানান, আহতদের কোয়েটা সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। অন্তত ছয়জনের অবস্থা সংকটাপন্ন। ঘটনার পর পুরো প্রদেশের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

পুলিশ জানায়, মডেল টাউন এলাকা থেকে হালি রোডের দিকে আসা একটি গাড়িতে বিস্ফোরক রাখা ছিল। সেটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত অভিযানে চারজন হামলাকারীকে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী।

এ প্রসঙ্গে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি বলেন, “এটি একটি সন্ত্রাসী হামলা। কাপুরুষোচিত এ আক্রমণ আমাদের মনোবল ভেঙে দিতে পারবে না। শান্তিপূর্ণ বেলুচিস্তান গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

অন্যদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে দাবি করেন, হামলার পেছনে ‘ভারত-সমর্থিত গোষ্ঠী’ জড়িত। তার ভাষায়, “উগ্রপন্থি ও ভারতীয় স্বার্থে কাজ করা শক্তিগুলো পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চাইছে।”

এ ঘটনার পর বেলুচিস্তান স্বাস্থ্য বিভাগ কোয়েটার প্রধান হাসপাতালগুলোতে বিশেষ সতর্কতা জারি করেছে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সবাইকে ডিউটিতে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!