শারদীয় দুর্গাপূজা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে খাগড়াছড়িতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে ফ্যাসিস্ট শক্তি—এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সংশ্লিষ্ট বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ফ্যাসিস্টদের যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।” তিনি আরও জানান, বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, টানা তৃতীয় দিনের মতো জেলাজুড়ে ১৪৪ ধারা বহাল রয়েছে। শহরের প্রবেশ ও প্রস্থানপথে তল্লাশি চলছে। যদিও জুম্মা ছাত্র-জনতার অবরোধ কিছুটা শিথিল, তবুও এখনো আন্তজেলা ও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।
একুশে সংবাদ/এ.জে