AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জে সাবেক এমপি নূর মোহাম্মদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৩:৩৪ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

কিশোরগঞ্জে সাবেক এমপি নূর মোহাম্মদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং হয়রানির অভিযোগ তুলেছে মৃত হাজী নুরুল আমিনের পরিবার।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কটিয়াদী উপজেলা সদরের একটি হলরুমে সংবাদ সম্মেলনে সিরাজুল আমিন লিখিত বক্তব্যে জানান, চানপুর ইউনিয়নের মন্ডলভোগ গ্রামের চারটি মৌজায় প্রায় ১৩০ একর জমি তাদের মালিকানায় ছিল। সেখানে তারা “বরকত আল-আমিন এগ্রো কমপ্লেক্স” নামে একটি মৎস্য ও কৃষি প্রকল্প পরিচালনা করছিলেন।

সিরাজুল আমিন অভিযোগ করেন, ২০০৮ সালে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ তার ভাগ্নে মুন ও শাওনের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী দিয়ে ওই প্রকল্প দখল করে নেন। এরপর পরিবার এলাকা ছাড়তে বাধ্য হয় এবং নুরুল আমিন দেশত্যাগ করতে হয়। ২০১২ সালে দেশে ফিরে প্রধানমন্ত্রীর কাছে জমি ফেরতের আবেদন করলেও কোনো প্রতিকার পাননি। ২০১৬ সালে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করলে, নূর মোহাম্মদের অনুসারীরা তা অমান্য করে জমি থেকে শত কোটি টাকার বালু ও গাছ বিক্রি করেছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নূর মোহাম্মদের ভাগ্নে মুন ও শাওন এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন এবং তাদের হাতে অবৈধ অস্ত্র রয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে।

সংবাদ সম্মেলনে সিরাজুল আমিন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায়বিচার প্রদানের আহ্বান জানিয়ে পরিবারকে হয়রানি থেকে মুক্তি এবং সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার দাবি করেন।

অভিযোগ প্রসঙ্গে নূর মোহাম্মদ জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি আসলে একটি কোম্পানির এবং তাদের পরিবার ওই জমি কোম্পানিকে বিক্রি করেছে। তিনি দাবি করেন, তার বাড়ির নিকট হওয়ায় এবং ভাগ্নের কোম্পানির পক্ষে জমি দেখাশোনার কারণে এ ধরনের অভিযোগ উত্থাপিত হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!