মাগুরার শালিখায় ২০২৪-২৫ অর্থ বছরের ইউপি উন্নয়ন সহায়তা তহবিল থেকে বিনামূল্যে গবাদি প্রাণির লাম্পি স্কিন রোগের টিকা প্রদানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে মঙ্গলবার উপজেলা সদর আড়পাড়া কানুদার খাল সংলগ্ন গরু হাটে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টিকা প্রদানের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা অফিসার মোছাঃ নাছিমা খাতুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শাহারীন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামাল হোসেন এবং শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন জানান, ধনেশ্বরগাতী ও গঙ্গারামপুর ইউনিয়নের মোট ৬০০টি গবাদি প্রাণিকে বিনামূল্যে লাম্পি স্কিন রোগের টিকা প্রদান করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

