AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাঘাইছড়িতে বিজিবির মতবিনিময় সভা


Ekushey Sangbad
বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
০৪:১১ পিএম, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাঘাইছড়িতে বিজিবির মতবিনিময় সভা

রাঙামাটির বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মারিশ্যা জোন কনফারেন্স কক্ষে জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর শাহীন, সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান, বাঘাইছড়ি আনসার ব্যাটালিয়নের কমান্ডার রফিকুল ইসলাম, বাঘাইছড়ি থানার ওসি মো. হুমায়ূন কবির, উপজেলার আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতা, হেডম্যান-কার্বারি, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম বলেন, পাহাড়ি ও বাঙালির মিলিত সম্প্রীতি অটুট রাখতে হবে। গুজবে কান না দিয়ে বাস্তবতা ও সত্য অনুধাবনে সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি সতর্ক করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!