AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেখ হাসিনার জন্মদিন পালন, ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
০৮:৪৪ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

শেখ হাসিনার জন্মদিন পালন, ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাদের সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

কাশিয়ানী থানার ওসি মো. কামাল হোসেন জানান, রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার ভাট্টাইধোবা গ্রামে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি অনুষ্ঠানের আয়োজন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মী মো. হাসান মোল্যা, মো. ইব্রাহিম মিয়া, মো. সাফায়েতুল ইসলাম ওরফে আরমান ও সাগর মৃধাকে গ্রেপ্তার করে। এ সময় খিচুড়ি রান্নার সরঞ্জামও জব্দ করা হয়।

ওসি আরও বলেন, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বাধাগ্রস্ত করতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে জনমনে ভীতির সঞ্চার করেছিলেন গ্রেপ্তারকৃতরা। এ ঘটনায় কাশিয়ানী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের গোপালগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!