কোটচাঁদপুরে দিনের আলোতে যানজটে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল থেকে ব্যবসায়ীর টাকা চুরি করেছে একজন চোর। ধাওয়া দিলেও তাকে ধরা সম্ভব হয়নি। রবিবার বেলা ১১.১৮ টার সময় ঘটনাটি ঘটে স্থানীয় পৌর শহরের পুরাতন থানা সড়কের জনাকীর্ণ এলাকায়।
কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দীন (লিয়ন) জানান, “ঘড়িতে তখন ১১.১৮ বাজে। আমার পিতা আহম্মদ আলী কোটচাঁদপুর ইসলামী ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে সোনালী ব্যাংকে যাচ্ছিলেন। পথিমধ্যে যানজটে কিছুক্ষণ দাঁড়ান। এ সময় মোটরসাইকেলে রাখা ব্যাগ থেকে ওই টাকা চুরি করে চোর পালিয়ে যায়। স্থানীয়রা তাকে ধাওয়া দিলেও ধরা সম্ভব হয়নি। তবে সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা ধরা পড়েছে। সেই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে থানায় অভিযোগ দেব।”
আহম্মদ আলী কোটচাঁদপুর উপজেলার সাবেক কৃষক দলের সভাপতি এবং একজন বিশিষ্ট সার ব্যবসায়ী হিসেবে পরিচিত।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) মাসুম বেল্লা জানান, “ঘটনাটি নিয়ে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন।”
একুশে সংবাদ/এ.জে