AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে সংঘর্ষে নিহত ৩, সেনা সদস্যসহ আহত বহু


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
০৭:৫২ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে সংঘর্ষে নিহত ৩, সেনা সদস্যসহ আহত বহু

খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় সহিংস সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামসু বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রাখা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক আহসান হাবিব পলাশ গণমাধ্যমকে জানান, সহিংসতার ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক স্কুলশিক্ষার্থী ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানাতে সকালে সড়ক অবরোধ করে এলাকাবাসী। অবরোধ চলাকালে টায়ার জ্বালানো ও গাছ ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এ সময় সেনাবাহিনীর টহল দল অবরোধ সরানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনা সদস্যদের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে প্রায় ২০০-৩০০ জন সংঘবদ্ধ হয়ে টহল দলের ওপর হামলা চালায়। এতে অন্তত ১২ জন সেনা সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী প্রথমে মাইকিং করে শান্ত থাকার আহ্বান জানায় এবং পরে লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সংঘর্ষের সময় বাঙালি ও পাহাড়ি দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকটি দোকানপাট ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!