AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারীরা কখনো প্রশ্রয় পাবেন না: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৭:০৫ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারীরা কখনো প্রশ্রয় পাবেন না: উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পাহাড়ে নারী নির্যাতন, ধর্ষণ, অস্ত্রধারী চাঁদাবাজ ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টকারীরা কখনো প্রশ্রয় পাবেন না; এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

রবিবার (২৮ সেপ্টেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় তিনি আরও বলেন, পাহাড়ে বসবাসকারী সকল সম্প্রদায়ের মধ্যে যেন কোনভাবেই সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি না হয়, তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরিস্থিতি ঘোলাটে করে সংঘাতের দিকে ধাবিত করতে চাইলে আইনের ভিত্তিতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়। বাঙালি ও পাহাড়ি সকল সম্প্রদায়কে একত্রে কাজ করার আহ্বান জানান।

শিক্ষকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, নিজেকে, নিজের সন্তানকে ও সমাজকে ঠিক রাখতে হবে। সন্তানের ভবিষ্যৎ নির্ধারণে অভিভাবকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তিনি আসন্ন শারদীয় দুর্গাপূজা ও প্রবারণা-পূর্ণিমা ধর্মীয় অনুষ্ঠানকে সফল করতে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে—পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম পিএসসি, জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, ছাত্রনেতা, বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি, সাংবাদিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!