ঢাকার সাভারে হাত-পা বাঁধা তোশকে মোড়ানো এক অজ্ঞাত যুবকের (প্রায় ৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের প্রান্তিক গেইটের বিপরীত পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, “তোশকে মোড়ানো এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০ বছর। হাত-পা বাঁধা ছিল। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির এক্সপার্ট টিমকে মরদেহ সুরতহালের জন্য আনা হয়। ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে অন্য কোথাও হত্যা করে মরদেহটি মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
অপরদিকে সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় ব্রিজের নিচ থেকে আবু হানিফ (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিরুলিয়া পুলিশ ফাঁরির ইনচার্জ মো. আ. ওয়াহাব।
তিনি জানান, ভোর সাতটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পরিবারের বরাত দিয়ে পুলিশের কর্মকর্তা বলেন, হানিফ হাউজিং (জমি ব্যবসা) করতেন। তিনি গতকাল দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের ভাড়া বাসা থেকে বের হন এবং আর বাসায় ফেরেননি।
একুশে সংবাদ/এ.জে