বাগেরহাটের মোরেলগঞ্জে হিন্দুধর্মের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি উপজেলার হোগলাপাশা, বনগ্রাম, আমবাড়িয়া পূজামণ্ডপসহ বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার এবং সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ।
পরিদর্শনকালে ইউএনও হাবিবুল্লাহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পূজার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। পাশাপাশি মণ্ডপে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।
বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে ইউএনও বলেন, “পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য উপজেলা প্রশাসন কর্তৃক সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীও মাঠে রয়েছে। আশা করি, এ বছর মোরেলগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নেই পূজা উদযাপন করতে পারবেন।”
একুশে সংবাদ/এ.জে