পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা শহিদুল আলম তালুকদার।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে বাউফল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মো. ইউনুচ খান, নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, বিএনপি নেতা অধ্যাপক সেলিম ও সাইফুল ইসলাম ঝুরনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে