জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরশুভগাছা আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন একটি পুকুরে অর্ধশতাধিক মরা ব্রয়লার মুরগি ফেলার অভিযোগ উঠেছে। এতে পানির বিষক্রিয়ায় মাছ মারা যাচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় এক মাছচাষি।
ভুক্তভোগী মাছচাষি মো. রফিকুল ইসলাম বাবু এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে চর চাঁদপুর এলাকার আব্দুর রহমান ওরফে গেদা মেম্বারের ছেলে মো. জাকিরুল ইসলাম জাইকে ও অজ্ঞাত আরও ৫–৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। জাকিরুল দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ওই আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর রাতে পুকুরে মরা মুরগি ও মুরগির বিষ্ঠা ফেলার কারণে পানিতে বিষক্রিয়া দেখা দেয়। এতে মাছ মরতে শুরু করেছে। ভুক্তভোগীর দাবি, এতে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হতে পারে।
অভিযুক্ত জাকিরুল স্বীকার করে বলেন, “আমার খামারের মরা মুরগি কুকুর টেনে পুকুরে ফেলেছে। ভুল হয়ে গেছে, আমি সমঝোতায় রাজি আছি।”
এ বিষয়ে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে