AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য আধুনিক নামাজের রুম উদ্বোধন


Ekushey Sangbad
দুমকি প্রতিনিধি,পটুয়াখালী
০৬:৪৬ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

পবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য আধুনিক নামাজের রুম উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কেন্দ্রীয় লাইব্রেরির পুরাতন ভবনের দ্বিতীয় তলায় উদ্বোধন করা হয়েছে একটি আধুনিক নামাজ রুম। রুমটিতে রয়েছে পরিচ্ছন্ন কার্পেট, যথাযথ পর্দা এবং পূর্ণাঙ্গ ওজুখানার সুব্যবস্থা, যা ধর্মপ্রাণ শিক্ষার্থীদের জন্য স্বাচ্ছন্দ্য ও মর্যাদার পরিবেশ নিশ্চিত করবে।

নামাজের রুম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, চাঁদ সুলতানা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবুইউসুফ এবং এগ্রিকালচারাল বোটানি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. জহুরুল হক।

লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, “নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের আন্তরিক সহযোগিতায় রুমটি স্থাপন সম্ভব হয়েছে।”

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “নারী শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে, স্বাচ্ছন্দ্যে এবং মর্যাদার সঙ্গে নামাজ আদায় করতে পারে—এটি শুধুই দায়িত্ব নয়, বরং একটি নৈতিক অঙ্গীকার। এই নামাজ রুম শিক্ষার্থীদের অন্তরে আনবে প্রশান্তি, নৈতিকতা ও আধ্যাত্মিকতার আলোকধারা।”

নামাজ রুমের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘পর্দা কর্ণার’ নামে আলাদা খাবার কক্ষ চালুর প্রস্তুতিও করছে, যাতে পর্দানশীল ও ধার্মিক ছাত্রীদের জন্য সুশৃঙ্খল, আরামদায়ক ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা যায়। পূর্বে কেন্দ্রীয় মসজিদে অস্থায়ীভাবে নামাজের সুযোগ থাকলেও তা অপ্রতুল ছিল। নতুন এই সুবিধা শিক্ষার্থীদের ধর্মীয় চর্চা, মানসিক প্রশান্তি এবং আত্মিক বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!