AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে সাংবাদিক মনিরুজ্জামান লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন


Ekushey Sangbad
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি
০৪:৩৯ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জামালপুরে সাংবাদিক মনিরুজ্জামান লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন

জামালপুরের বকশীগঞ্জে, আওয়ামী লীগ নেতা ইসমাইল সিরাজীর দায়েরকৃত মামলায় কারাগারে থাকা সাংবাদিক মনিরুজ্জামান লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বকশীগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন—মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহজামাল, সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়ন, সাংবাদিক এইচএম মুছা আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক মতিন রহমান, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি এবং সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী।

বক্তারা অভিযোগ করেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আইনজীবী ইসমাইল সিরাজী সম্পূর্ণ ব্যক্তিস্বার্থে সাংবাদিক মনিরুজ্জামান লিমনকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। আইনজীবী সিরাজী ও তার বোন স্বপ্না বেগমের মধ্যে জমিজমা বিরোধের জেরে স্বপ্না বেগমের স্বামীসহ দেবর মনিরুজ্জামান লিমনকে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ওই মামলায় সাংবাদিক লিমন ২৪ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। মানববন্ধনে সাংবাদিকরা অবিলম্বে মামলা প্রত্যাহার ও লিমনের মুক্তির দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ২১ জুলাই নিলাখিয়া ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল সিরাজী একই গ্রামের তার ভগ্নিপতি সহ তিনজনকে আসামী করে জামালপুর কোর্টে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আইনজীবী সিরাজীর ভগ্নিপতির ভাই সাংবাদিক মনিরুজ্জামানকেও আসামী করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!