শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী রাশেদুল ইসলাম স্থানীয় জনগণের সঙ্গে এক উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।
রবিবার(২৮ সেপ্টেম্বর) সকালে কামারেরচর ইউনিয়নের লতারিয়া ও সন্ন্যাসীরচর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তিনি এলাকার বিভিন্ন সমস্যা, জনগণের চাহিদা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। প্রার্থী বলেন, “আমরা যদি জনগণের সমর্থনে নির্বাচিত হই, তাহলে ন্যায়-ভিত্তিক সমাজ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং এলাকার অবকাঠামো উন্নয়নে কাজ করবো।”
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা নায়েবে আমির নুরে আলম সিদ্দিকী,সেক্রেটারি আব্দুস সোবহান,
কর্মপরিষদ সদস্য মাওলানা শেখ ফরিদ,ইউনিয়নের আমির মাওলানা আঃ রশিদ,সেক্রেটারি জয়নাল ,জয়েন্ট সেক্রেটারি খবির উদ্দিন সোহেল ,৯নং ওয়ার্ডের সভাপতি ছানুয়ার হোসেন,সমর্থক তৈয়বুর রহমান প্রমুখ ৷
স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ বৈঠকে উপস্থিত থেকে নিজেদের নানা সমস্যা তুলে ধরেন। বিশেষ করে রাস্তা-ঘাট, কৃষি, বেকারত্ব ও জনসেবামূলক প্রতিষ্ঠান উন্নয়নের দাবি জানান তারা।
এ সময় জামায়াত প্রার্থী জনগণের সহযোগিতা কামনা করে আসন্ন নির্বাচনে দলীয় প্রতীক দাড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানান ।
একুশে সংবাদ/এ.জে