AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরাইলে ৬৫ লাখ টাকার সরকারি ঘাটলা আবারও দখল


Ekushey Sangbad
আব্দুল আওয়াল খান, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
০৩:১০ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

সরাইলে ৬৫ লাখ টাকার সরকারি ঘাটলা আবারও দখল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের সরকারি ঘাটলাটি আবারও দখল করে নিয়েছে একটি প্রভাবশালী মহল। ঘাটলার উপর বাঁশ ফেলে ও পাশে অস্থায়ী টং দোকান বসিয়ে পুরো কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ঘাটলাটি গত বছর উপজেলা প্রশাসনের উদ্যোগে দখলমুক্ত করা হয়েছিল।

সরেজমিনে দেখা যায়, ঘাটলার উপর শত শত বাঁশ ফেলা হয়েছে এবং পাশে গড়ে উঠেছে অস্থায়ী টং দোকান। এতে মেঘনা-তিতাস নদীপথে হাটে আগত মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, “এটি জনগণের ঘাটলা, অথচ ভূমিদস্যুরা জবরদখল করে রেখেছে। আমরা চাই প্রশাসন দ্রুত উন্মুক্ত করে দিক।”

অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল হক বলেন, “আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে ঘাটটি জনগণের ব্যবহারের উপযোগী করুক।”

অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, “গত বছর ঘাটটি উদ্ধার করে প্রায় ৩-৪ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেটি আবার দখল হওয়ায় সাধারণ মানুষ মালামাল নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।”

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন বলেন, “ঘাটলাটি উচ্ছেদের জন্য নথি সৃজন কার্যক্রম চলমান রয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!