সুনামগঞ্জ-১ আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান গণসংযোগ কালে বলেন, “অগ্রগতির মূল হচ্ছে তরুণদের শক্তি।” নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই জনমনে অগ্রগতি অর্জন করছে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাহবুবুর রহমান সরকার।
তিনি বলেন, গুণিজনরা তরুণ সমাজকে কাজে লাগিয়ে উন্নত জাতি গড়তে ভূমিকা রাখবে। তরুণদের শক্তির উপর ভরসা রাখলে তারাই সুশীল সমাজ গঠনে মনোযোগী হতে পারে। রাজনীতির কোলাহল পরিবর্তনেও তরুণদের ভূমিকা অপরিসীম। দেশের উন্নয়ন ও বিশুদ্ধ রাজনীতির পরিকল্পনাকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।
এছাড়াও রাজনীতির মাঠে একজন তরুণ, ক্লিন ইমেজের জননেতা হিসেবে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় তরুণরাই আগামীর জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
ধানের শীষের প্রচার এখন এলাকায় তুঙ্গে। গণসংযোগে তিনি তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তুলে ধরছেন এবং বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করছেন।
মধ্যনগর, ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ—এই চারটি উপজেলার তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে গ্রামগঞ্জের ছোট-বড় হাটবাজারেও প্রতিনিয়ত গণসংযোগ করছেন তিনি। প্রায় দেড় যুগ ধরে নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের পাশে থেকেছেন। আন্দোলন-সংগ্রামে থেকেছেন অগ্রভাগে।
মাহবুবুর রহমান বলেন, “তরুণদের আস্থা নিয়েই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই। বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে এখন থেকেই নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে। ওয়ার্ডভিত্তিক টিম গড়ে ৩১ দফার দাওয়াত গ্রামেগঞ্জে পৌঁছে দিতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৫ আগস্টের পর থেকে বারবার বলছেন, আগামী নির্বাচন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা যদি সুসংগঠিত থাকি, কোনো ষড়যন্ত্রই সফল হবে না।”
অবশেষে তিনি জানান, “আমি আপনাদের ভালোবাসা নিয়েই আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন চাইবো। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আপনাদের সঙ্গে নিয়ে সুনামগঞ্জ-১ আসনটি দলকে উপহার দেব।”
একুশে সংবাদ/এ.জে