আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে পূজামণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। বাগেরহাট-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রার্থী ও জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন মোরেলগঞ্জের বিভিন্ন ইউনিয়নের পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে এই সিসি ক্যামেরা স্থাপন করেছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার নদী তীরবর্তী কয়েকটি ইউনিয়নে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পূজামণ্ডপের সার্বিক চিত্র পরিদর্শন করেন। এ সময় কাজী খায়রুজ্জামান শিপন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় দেশের মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই মন্ত্রে বিশ্বাস করি আমরা। কিছু ধর্মভিত্তিক দল বিএনপির জনপ্রিয়তা দেখে বিএনপি নিয়ে কুৎসা রটনা করছে। শারদীয় দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির একটি বড় অংশ। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলের পক্ষ থেকে প্রতিবারই সহযোগিতা করা হয়।”
জেলা বিএনপির এই নেতা আরও বলেন, “তারেক রহমান সব ধর্ম-বর্ণের মানুষের প্রতি সমান সহানুভূতি ও শ্রদ্ধা পোষণ করেন। মোরেলগঞ্জের পূজামণ্ডপে সিসি ক্যামেরা উপহার প্রদান তার আন্তরিক ভালোবাসার বহিঃপ্রকাশ।”
একুশে সংবাদ/এ.জে