চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে শনিবার দুপুর ২টার দিকে চাতরী চৌমুহনী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
অভিযানে গরুর মাংসের দোকানে ওজনের তারতম্য, মুদি দোকানে প্রদর্শিত মূল্য তালিকার গড়মিল এবং নির্ধারিত স্থানে বাস না দাঁড়ানোসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সড়ক পরিবহন আইনের সংশ্লিষ্ট ধারায় মোট ৭টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনী অভিযানে সার্বিক সহযোগিতা করে।
সহকারী কমিশনার দীপক ত্রিপুরা জানান, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে চালানো হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

