কুড়িগ্রামের উলিপুরে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ ও গুণী শিক্ষক মাহবুবার রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর প্রেসক্লাব হলরুমে `বন্ধু আমার` ৮৮ এসএসসি ব্যাচের পক্ষ থেকে নানা আয়োজনে বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবার রহমানকে এ সংবর্ধনা জানানো হয়।
`আমরা বন্ধু` এসএসসি ৮৮ ব্যাচের উপজেলা যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক শামীম আক্তার আমীন। এতে বক্তব্য রাখেন জেলা শাখার আহ্বায়ক মাহমুদ হাসান অভি, উলিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হান্নান, সাবেক সভাপতি মোন্নাফ আলী, বর্তমান সভাপতি মাওলানা মমতাজুল হাসান কারিমী, সদস্য নুরবক্ত, নুরুজ্জামান, উলিপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান বিপ্লব, উত্তর দড়ি কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদুন্নবী, রাজনগর হাসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ও সংবর্ধিত শিক্ষক মাহবুবার রহমান প্রমুখ।
বক্তারা বলেন, গুণী ও সৃজনশীল শিক্ষক মাহবুবার রহমানের এ অর্জন উলিপুরবাসীর জন্য গর্বের।
সংবর্ধিত শিক্ষক মাহবুবার রহমান কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি যেনো এই অর্জন ধরে রাখতে পারি, এজন্য সবার দোয়া প্রার্থনা করছি। প্রিয় বিদ্যাপীঠ ও সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, আসন্ন বিশ্ব শিক্ষক দিবস (৫ অক্টোবর ২০২৫) উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদরাসা পর্যায়ে শিক্ষক নির্বাচন প্রক্রিয়ায় শিক্ষা ক্ষেত্রে দীর্ঘদিনের অবদান, মানসম্মত শিক্ষা প্রদান, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাহবুবার রহমান এ সম্মাননায় ভূষিত হয়েছেন।
একুশে সংবাদ/এ.জে